নিজেস্ব প্রতিবেদক :
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব সভাপতি ও বিশ্বনাথ বার্তার
প্রতিষ্টাতা সম্পাদক ও প্রকাশক, রোটারিয়ান ও আন্তার্জাতিক মানবাধিকার কর্মী, সিনিয়র সাংবাদিক, যুক্তরাজ্যে বসবাসরত মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুলের রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে এক বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়েছে।
বিশ্বনাথের কৃত্তিসন্তান, বাংলাদেশ প্রেসক্লাব এর (৪৩১ নং)বিশ্বনাথ শাখার সাবেক সাধারণ সম্পাদক ও প্রবাস বাংলা টিভির সিলেট প্রতিনিধি ধারাভাষ্যকার সাংবাদিক কবির আহমদের সার্বিক তত্বাবধানে
১২ ডিসেম্বর মঙ্গলবার স্থানীয় সময় বিকালে যুক্তরাজ্যের ” ওল্ডহ্যামের এম্পায়ার সুইট ভ্যানুতে” এ বিশেষ মোনাজাত দোয়া অনুষ্টিত হয়।
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোসাদ্দিক সাজুলের দ্রুত রোগ মুক্তি ও সু-স্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন উপস্থিত মুসল্লীগণ।
এসময় উক্ত মাহফিলে সভাপতিত্বে করেন হাজী মদব্বির আহমদ।
মো. শাহাব উদ্দীন আহমদ রুহেল এবং আনসার আহমদ এর পরিচালনায় মোনাজাত মাহফিলে উপস্থিত ছিলেন, আজিজুর রহমান দারা, আব্দুল হান্নান, এম আহমদ জুনেদ (PbTV CEO) শেখ জাফর আহমদ, আব্দুল মালিক চৌধুরী, রফিকুল ইসলাম, দুলাল মিয়া আব্দুল মতিন, ইসলাম উদ্দীন( প্রবাস বাংলা টিভি প্রেজেন্টার) সাংবাদিক মিজানুর রহমান লিটু, লিয়াকত খান,
নিরানন্দ পাল (পল),তাজ উদ্দীন প্রমুখ।
ক্বারী আজাদ উদ্দীন মোনাজাত পরিচালনা করেন।