এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:- কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজা বিশেষ কায়দায় মোটরসাইকেলের টাঙ্কির ভিতরে পরিবহনকালে ২ মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
২৬ জুন শনিবার সকালে উপজেলার খড়িবাড়ি হতে পাখির হাট গামী রাস্তায় ৮ কেজি গাঁজা ও দুইটি মোটর সাইকেলসহ ওই মাদক কারবারিকে আটক করে পুলিশ। আটককৃত মাদক কারবারিরা হলেন, উপজেলার নাওডঙ্গা ইউনিয়নের মধ্য বালাটারি গ্রামের আবু বক্করের ছেলে জাহাঙ্গীর আলম (৩২), পূর্ব কুরুষা-ফেরুষা গ্রামের হযরত আলীর ছেলে সাইদুল ইসলাম(২৮)।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, আটক ওই মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।