আক্তার আহমেদ:
শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা, এই প্রতিপাদ্যকে ধারণ করে বাংলাদেশ আনসার ভিডিপির সদস্যরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে আজ ২৬ আগস্ট ২০২৩ শানিবার।
এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।মোগলগাঁও ইউনিয়ন আনসার ও ভিডিপির আয়োজনে, দলনেতা মোঃ আমিরুল হক এর পরিচালনায় শুরুতেই পবিত্র আল-কোরআন থেকে তেলোয়াত করেন ভিডিপি সদস্য মিজানুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃনেছার আহমদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৭ নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ।
উক্ত অনুষ্ঠানে বাহিনীর সকলকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অনুষ্টানের প্রধান অথিতি । এসময় বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোগলগাঁও ইউনিয়ন পরিষদ এর পাঙ্গনে, লালারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় পাঙ্গনও ও পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজ পাঙ্গনে এবং রাস্তার দুই ধারে গাছের চারা রোপণ করেছেন এ জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আগামীতে ও এ ভাবে সুন্দর কাজ চালিয়ে যাবেন। তিনি আরো বলেন, আমার জানা মতে, আনসার ভিডিপির সদস্য-সদস্যাগন সারা বাংলাদেশে প্রায় ৬১ লাখ রয়েছে। দেশের প্রত্যেক গ্রামে ছড়িয়ে থাকা বাহিনীর প্রতিটি সদস্যকে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপনের ও অন্যকে উদ্বুদ্ধ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন দলনেত্রী রংমালা বেগম,ওয়ার্ড নেত্রী রুজিনা বেগম, ভিডিপি সদস্য লায়েক আহমদ,আইনুল হক, আঃ রহমান,হাসান আহমদ, আল-আমিন, রুবেল আহমদ, হাসান আহমদ,লিমন আহমদ, সাবানা আক্তার, রিনা বেগম, হনুফা বেগম, হাসনা বেগম, হাসান আহমদ প্রমুখ।