বিশ্বনাথ প্রতিনিধি:- বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি বিশ্বনাথ পৌর কমিটির সভাপতি, খাজাঞ্চি ইউনিয়নের পূর্ব বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি, ইসলাম পুর যুব ফোরাম এর প্রধান উপদেষ্টা ডা.গিয়াস উদ্দিন সোহাগ সিলেট ০২ ( বিশ্বনাথ ওসমানীনগর) আসনের বর্তমান সংসদ সদস্য মোকাব্বির খান ও সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী এহিয়ার পক্ষ থেকে খাজাঞ্চি ইউনিয়ন সহ দেশবাসীকে পবিত্র ঈদ-উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র এই দিনে আমরা কোরবানির মাধ্যমে তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকি। পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন এবং মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে সবার মধ্যে আনন্দ ভাগাভাগি করি। মানুষে মানুষে মহামিলনের এই মহা-আনন্দের দিন উপলক্ষে আমি আমার প্রাণের খাজাঞ্চি সহ দেশবাসীকে জানাই ঈদ মোবারক। মহামারি করোনার এই সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি। দূরত্ব বজায় রেখে ঈদ জামাতসহ প্রয়োজনীয় কাজকর্ম করার পরামর্শ দেন।