মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ সংগৃহীত বিলুপ্ত প্রজাতির মৃদু বিষধর সাপ আইড ক্যাট উদ্ধার করার পর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়ায় অবমুক্ত করা হয়েছে।
এ তথ্যটি লাউয়াছড়া বিট কর্মকর্তা আনিসুর রহমান গণমাধ্যম কে জানিয়েছেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ‘গত রবিবার বিকেলের দিকে বিলুপ্ত প্রজাতির আইড ক্যাট স্নেকটিকে শ্রীমঙ্গল উপজেলা শহরের নতুনবাজার খানা এলাকায় দেখা যায়।
অনেকেই সাপটিকে মেরে ফেলতে চাইলেও একজন ফোন করে আমাকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে সাপটি উদ্ধার করি।’
তিনি আরও বলেন, ‘প্রায় বিলুপ্ত প্রজাতির এই সাপ আগে অনেক দেখা যেত।
উদ্ধার করা এই সাপটি লম্বায় প্রায় সাড়ে তিন ফুট। গায়ের রঙ হালকা গোলাপি। শরীরে চমৎকারভাবে সাদাকালো ডোরাকাটা দাগ রয়েছে।’