রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় ফেসবুকের পোষ্টে দলীয় মনোনয়ন না দেওয়ার কথা লেখায় মারুফ হাসান নামের এক ছাত্রলীগ নেতাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের বিরুদ্ধে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই ছাত্রলীগ নেতা।
এ ঘটনায় গত মঙ্গলবার রাতে ওই ছাত্রলীগ নেতা বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দেন। এর আগে রাত ১০টায় মারুফ হাসানের মোবাইলে হুমকি দেন ওই চেয়ারম্যান।
নুরুল আমিন উপজেলার সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মারুফ হাসান মিরু উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক।
জানা গেছে, মঙ্গলবার রাতে মিরু নিজের ফেসবুক আইডি থেকে একটি পোষ্ট দেন। সেখানে তিনি লেখেন রাজাকার আব্দুল গফুরের ছেলে সাবেক শিবির নেতা নুরুল আমিনকে ইউপি নির্বাচনে সিন্দুর্না ইউনিয়নের চেয়ারম্যান পদে যেন দলীয় মনোনয়ন দেওয়া না হয়। এই পোষ্ট দেওয়ার পর ওই দিন রাত ১০টার দিকে মিরুর মোবাইলে কল করে প্রাণনাশের হুমকি দেন।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক বলেন,
গত মঙ্গলবার রাতে পোস্ট দেওয়ার পর ছাত্রলীগ নেতা মিরুর মোবাইলে কল করে প্রাণনাশের হুমকি দেন চেয়ারম্যান নুরুল।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেন সিন্দুৰ্না ইউনিয়নে কোনো রাজাকারের ছেলেকে দলীয় মনোনয়ন দেওয়া না হয় এই নিয়ে আমি একটি স্ট্যাটাস দিই। সেই প্রেক্ষিতে সিলুনা ইউপি চেয়ারম্যান আমার মোবাইলে কল করে প্রাণনাশের হুমকি দেন। আর বলেন যে ব্যাটা অবস্থা খারাপ করি দেব।
এ বিষয়ে সিন্দুর্না ইউপি চেয়ারম্যান নুরুল আমিন বলেন, আমি তাঁকে হুমকি দেইনি, শুধু ফোন দিয়ে কথা বলেছি। এ ছাড়া আমার পরিবারের কেউ রাজাকার নয়, তালিকায় যে নাম রয়েছে তা ষড়যন্ত্র করে এডিট করা।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।