বিশেষ প্রতিনিধিঃ দুনিয়ার আদি থেকে অন্ত পর্যন্ত বিশ্বের বিস্ময়কর ঘটনা “মেরাজ”। এই ঘটনা কেবল কিচ্ছা হিসেবে বর্ণনা করলেই এর হক্ব আদায় হবেনা।
মেরাজের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের পরকালীন মুক্তির সোপান সালাত আদায় করতে হবে। এবং সালাত কায়েম করতে হবে। অনুরোপ জাগতিক সমস্ত জ্ঞান বিজ্ঞানের উৎস হিসেবে মেরাজের শিক্ষা কে উর্ধে রাখার সকল প্রচেষ্টা অব্যাহত রেখে ইসলাম কে বিজয়ী করার আন্দোলন চালিয়ে যেতে হবে।
গতরাতে সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাষ্ট ইউ কে এর ব্যবস্থাপনায় দারুল মা’আরিফ আল ইসলামিয়া কান্দিগ্রাম এর উদ্যোগে আয়োজিত মেরাজের শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও করোনা থেকে মুক্তি লাভ এবং মুর্দেগানদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলে আলোচক হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চি ইউনিয়নে অবস্থিত দারুল মা’আরিফ আল ইসলামিয়ার (ইইসলামী রিসার্চ সেন্টার কান্দিগ্রাম ) এর প্রতিষ্টাতা পরিচালক অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই জেহাদীর সভাপতিত্বে ও খায়রুল ইসলাম ফাহিম এর পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন – বিশিষ্ট লেখক গবেষক ও ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা হাফিজ আবু সাঈদ রাউফী, হযরত মাওলানা কামাল উদ্দিন আহমেদ, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী জনাব আলহাজ্ব জামাল উদ্দিন আহমেদ রেজা ও বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মিডিয়া ব্যক্তিত্ব এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম এর উপদেষ্টা, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাষ্ট ইউ কে ও এস এম এস মিডিয়া এর চেয়ারম্যান, আহমেদ সেলিম আহমদ (ভার্চুয়াল ) এবং কান্দিগ্রাম জামে মসজিদের মোতাওয়াল্লি জনাব মাহমুদুল মিয়া প্রমূখ ।
সভা শেষে মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা কামাল উদ্দিন আহমেদ ।