বার্তা বিভাগঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলা ২নং খাজাঞ্চী ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত জনপ্রিয় মেম্বার সফিকুল ইসলামের একমাত্র ছেলের মৃত্যুতে সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট-ইউকে’র শাখার প্রতিষ্ঠাতা ও সভাপতি, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর চেয়ারম্যান, খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক আহমেদ সেলিম ও ট্রাস্টের নেতৃবৃন্দের পক্ষ থেকে গভীর ভাবে শোক প্রকাশ করা হয়েছে। ট্রাস্টের পক্ষ থেকে পাঠানো এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন নেতৃবৃন্দ।
১নং ওয়ার্ডের মেম্বার সফিকুল ইসলামের ছেলে মোঃ আবরার ইসলাম সাকিব গতকাল ৬ই ফেব্রুয়ারী ২০২২ ইং রোজ রবিবার ৩-৩০মিনিটের সময় সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। একমাত্র ছেলের মৃত্যুতে শোকাভিভূত হয়ে পড়া মেম্বার সফিকুল ইসলাম ছেলের জন্য দোয়া কামনা করে বলেন, যাতে মহান আল্লাহ আমার ছেলেটা কে জান্নাত বাসি করেন এই কামনা সবার কাছে করছি।