সমুজ আহমদ সায়মন স্টাফ রিপোর্টার :-মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আলহাজ্ব লজ্জতুন নেছা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, কেএম হারিছ মিয়া স্মৃতি মেধাবৃত্তির প্রবর্তক, খাজাঞ্চী ইউনিয়নের হোসেইনপুর গ্রামের মৃত হারিছ মিয়া-লজ্জাতুন নেছা দম্পতির পুত্র, সিলেট অঞ্চলের বিশিষ্ট সালিশ ব্যাক্তিত্ব পীর মোহাম্মদ লিয়াকত হোসেইনের জানাযা সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) বাদ আসর হাজারো মানুষের উপস্থিতিতে জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।