হাতের কাছে সময়ের কালে
পাই না যে ভাই,
তাই তো রাগ হয়।
এদিক সেদিক খুঝিয়া মরি কোথায় লুকাইলো ভাই,
তাই তো রাগ হয়।
সময়ের কালে ডাকাডাকি ভাল লাগে না ভাই,
তাই তো রাগ হয়।
চার দিকে চেচামেচি ভাল লাগে না ভাই,
তাই তো রাগ হয়।
ঘুমের সময় ঘুম আশেনা ভাল লাগে না ভাই,
তাই তো রাগ হয়।
সময়ের কালে খাবার পাইনা ভাল লাগে না ভাই,
তাই তো রাগ হয়।
খেলার কালে খেলার সঙ্গি পাই না ভাল লাগে না ভাই,তাই তো রাগ হয়।
বেড়াতে যাবে বৃষ্টি এলো ভাল লাগে না ভাই,
তাই তো রাগ হয়।
ফুল কিনতে গেলাম ফুল পেলাম না ভাল লাগে না ভাই, তাইতো রাগ হয়।
হটাৎ করে কারেন্ট গেলো ভাল লাগে না ভাই,
তাই তো রাগ হয়।
চোখের পলকে অন্ধো কার হল আকাশ ভাল লাগেনা ভাই, তাই তো রাগ হয়।
স্বপ্নো এসে ভয় দেখালো ভাল লাগে না ভাই,
তাই তো রাগ হয়।
সময়ের কালে বন্ধুদের কাছে পাই না ভাল লাগে না ভাই, তাই তো রাগ হয়।
লেখক পরিচিতি
নাম মোঃ মিলন খলিফা জন্মঃ ২০০১ সালে ১২ ডিসেম্বর ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা চর রাজাপুরে জন্মগ্রহন করেন। পিতার নাম মোঃ আলমগীর খলিফা, মাতার নাম মোসাঃ রেকছনা বেগম, শিক্ষাঃ মাধ্যমিক রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ২০১৭। ডিপ্লোমা ইন্জিনিয়ারিং অধ্যায়নরত বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট।