লেখকের মুক্ত কলাম
সাংবাদিক, শেখ সফিকুল ইসলাম সফিকঃ
আজ আমাদের মিডিয়ার কিছু অংশ সত্য হারিয়ে মিথ্যার দিকে ছুটে চলছি আমাদের বিবেক কার কাছে? আমাদের কলম আমাদের বিবেকের কথায় চলে নাকি আমাকে চালানো হচ্ছে ? বাংলাদেশের মিডিয়া দুই ভাগে বিভক্ত হয়েছে কেন?
আমার এ লিখা কাউকে উদ্দেশ্য করে লিখিনি লিখেছি সত্যের এবং রং মেশানো কলমের কালির উদ্দেশ্যে, তাই
আগে থেকে বলে রাখলাম লিখায় কষ্ট পেলে মার্জনা করবেন।
সাংবাদিকতা একটা সম্মানিত পেশা। আজ আমাদের বাংলাদেশের মিডিয়া এই পেশাকে কুলশিত করছে বলে জাতির কাছে কি জবাবদিহিতা করতে হবে না।
সাংবাদিকতা কি অষ্ট্রালিকা বানানোর জন্য না কি
জাতির দর্পন হিসেবে কাজ করার জন্য ? আমাদের বিবেক কে একবার জিজ্ঞেস করে দেখি বিবেক কি বলে।
এবার আসি মূল কথায় ডান,বাম এসেছে আমাদের সাংবাদিকতায়। বুঝার জন্য একটা উদাহরণ দিতে হয়
যুদ্ধের প্রথম বিজয় হলো প্রচার, পৃথিবীর ইতিহাস
বলে ইসলাম একদিকে আর ইহুদি বাদ একদিকে।
বামরা ইসলাম কে ধ্বংস করার জন্য আমাদের মুসলিম ভাইদেরকে বিভিন্ন ভাবে এদের তাবেদার বানিয়ে ফেলেছে।
পশ্চিমারা আমাদের ভাইয়ে ভাইয়ে শত্রুতা সৃষ্টি করেছে। আমাদের কে ধ্বংস করার জন্য।
তাই বলছি, আমরা ঈমান এনেছি এক আল্লাহ কে
ভয় করি, কলমের শক্তির চেয়ে আল্লাহর শক্তি বড়।
আমরা সত্য প্রকাশ করে জাতির কাছে সম্মানিত হই, জাতির আয়না হয়ে যাই ।
সাংবাদিক এমন একটা পেশা যার কোন নিরাপত্তা নেই। আপনি সত্য লিখতে গিয়ে ষড়যন্ত্র, হামলা মামলা,হত্যার শিকার হতে পারেন, যারা সত্যের কলম চালিয়ে যাবেন মরলে শহিদ বাঁচলে গাজী হবেন।
ইনশাআল্লাহ ইসলাম কে ধ্বংস করার জন্য যুগে যুগে ইহুদি বাদ ষড়যন্ত্র করে আসছে ইসলাম কখনও উগ্রবাদ করেনি ইসলাম শান্তির ধর্ম। ভারতের দিকে তাকিয়ে দেখুন মুসলিম শাসক গন কোনো ধর্মের উপর আঘাত করেন নি।
আজ ভারত, ইজরায়েল, আমেরিকা মুসলমানদের উপর কতো না নির্যাতন চালিয়ে যাচ্ছে , শক্ত হাতে কলম ধরুণ সত্যের বিজয় আনুন।