যা করতে এলাম জগতে
তা ভুলে নকল লইতে
হলাম পেরেশান।।
আসল রেখে নকল দেখে বাড়ল আকর্ষন
মরিচিকার পিছে ডুবে আছে প্রাণ মন
জিজ্ঞাসিলে উত্তর দেবার নাই যে সমাদান।।
হবে কি পাবো কি উদ্ধার শেষবেলা
দিন রজনী কাটাই মন সাজাই সাজি রঙ্গিলা
পিছন ফিরে দেখি ওরে অতল অবসান।।
সকল ভুলে মন দিলে মুক্তি পাবার আশা
সতর্ক হলে নৌকা চালালে আছে সঠিক দিশা
শুদ্ধ চিত্তে ভেবে চিন্তে রয়েছে পাবার পরিত্রাণ।।
লেখক মিজানুর রহমান মিজান, সম্পাদক দীপ্তি, বিশ্বনাথ, সিলেট।