বার্তা বিভাগঃ সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মন্ডলীর সভাপতি, ডে-নাইট নিউজের সিলেট বিভাগীয় প্রধান, প্রবীণ সাংবাদিক, কবি মিজানুর রহমান মিজান দেশে বিদেশে অবস্থানরত সকল ধর্মপ্রাণ মুসমানদের পবিত্র ঈদ-উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ত্যাগের মহিমায় ঈদ-উল-আযহা আমাদের শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সঞ্চারিত করে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা। এ মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের। সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। পবিত্র ঈদ-উল-আযহার আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক দেশ বিদেশের সবার জীবন। তিনি আরো বলেন, কোভিড ১৯ করোনাভাইরাস সংক্রমণ বেড়েছেই চলছে। এই মহামারি থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহ পাকের উপর ভরসা করে স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পড়ুন সুরক্ষিত থাকুন। সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের জামাতসহ প্রয়োজনীয় কাজকর্ম করুন। সবাইকে আবারও জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।