বার্তা বিভাগঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী খাজাঞ্চি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অর্ন্তগত গোমরাগুল উত্তর পাড়া নিবাসী, ইউনিয়নের বন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার সোহেল মিয়ার পিতা গতরাত ১০ ঘটিকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
মাস্টার সোহেল মিয়ার পিতার জানাজার নামাজ আজ ৯ই ফেব্রুয়ারী দুপুর ২ঘটিকায় মরহুমের বাড়িতে সম্পন্ন হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
মাষ্টার সোহেল মিয়ার পিতা চান মিয়া’র মৃত্যুতে সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট-ইউকে’র শাখার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বৃটেনের ডরসেট আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর সেলিম আহমেদ ও টাস্টের নেতৃবৃন্দের পক্ষ থেকে গভীর ভাবে শোক প্রকাশ করা হয়েছে ।
শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন নেতৃবৃন্দ।