বার্তা বিভাগঃ
সিলেট বিভাগের প্রাচীনতম দ্বীনী প্রতিষ্ঠান সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার গভর্নিংবডির প্রায় ৩ যুগের সহ-সভাপতি, লামাকাজী রাগিব রাবেয়া স্কুল এন্ড কলেজ গভর্নিংবডির সাবেক সহ-সভাপতি, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি, লামাকাজি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কর্তৃক অনুমোদিত আতাপুর হাজরাই জামে মসজিদের নাজিম ও মুতাওয়াল্লি, আতাপুর (গঙ্গাপুর) গ্রামের বাসিন্দা মাস্টার মো. রইছ উদ্দিন এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী, বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, সমাজসেবক এডভোকেট আব্দুর রশীদ লাল মিয়া।
এড. আব্দুর রশীদ লাল মিয়া দীর্ঘ এক মাসের উপরে স্বস্ত্রীক পবিত্র ওমরা পালনে সৌদি আরব অবস্থানের পর আজ যুক্তরাষ্ট্রে পৌছেছেন। ওমরাহ পালন ও মদিনা মনোয়ারা জিয়ারত শেষে নিরাপদে তিনি নিজ গন্তব্যে পৌছায় আল্লাহর শোকর আদায় করেন এবং গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এডভোকেট আব্দুর রশীদ লাল মিয়া মরহুম মাস্টার রইছ উদ্দিনের আত্মার মাগফেরাত কামনা সহ তাঁহার শোকসন্তপ্ত পরিবারের সবার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি বার্তায় আরো বলেন- জনাব রইছ উদ্দীন মাষ্টার ছিলেন আমার অত্যন্ত নিকটের একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি। বিনম্র ও অমায়িক ব্যবহারের অধিকারী ও প্রবীন শালিশ ব্যক্তিত্ব জনাব রইছ উদ্দীন মাষ্টারের মৃত্যুতে এলাকাবাসী একজন সমাজ সেবক কে হারালেন আর আমি আমার অত্যন্ত বিশ্বস্ত আপনজনকে হারালাম। আল্লাহ আমাদেরকে ও তাঁহার পরিবার এবং নিকটাত্মীয়দের ধৈর্য ধারণ করার তাওফিক যেন দান করেন। আমীন
Leave a Reply