জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল)প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মোর্ত্তজা বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন (নৌকা) পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার খবরে লোহাগড়ায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তার সহযোগি সংগঠনের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়েছ।
আজ রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে লোহাগড়া জামরুলতলা উপজেলা আওয়ামী লীগ কাযার্লয়ে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় নেতাকর্মীরা মাশরাফিকে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য সকলকে অনুরোধ করেন।
এসময় লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, সিনিয়র সহ-সভাপতি একেএম ফয়জুল হক রোম, জেলা আওয়ামী লীগেের সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুরুল করিম মুন, উপজেলা যুব লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ আশরাফুল আলম, জেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও লোহাগড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, যুব লীগ নেতা মোস্তফা কামাল লিয়ন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মারুফ হোসাইন, সাধারণ সম্পাদক সজিব মুসল্লী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রোমান রায়হান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রোমান মৃধা, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান সম্রাট, যুব লীগ নেতা খন্দকার আমিনুর রহমানসহ আওয়ামীলীগ ও তাঁর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।