করোনার এই ক্ষণে যেই জাতী ধর্ষণে
চুরি আর হত্যায় মেতে রয়
সাবাস বাংগালী জাতী
নামে শুধু সুখ্যাতী
কাজের বেলায় কিছু নয় ।
চোখের সামনে রোজ হচ্ছে কত নিখোঁজ
ওরা তবু হচ্ছেনা ঠিক
পেছনে নিন্দা করে সামনে প্রশংশা
তারাই আসল মুনাফিক,
মৃত্যুর এ মিছিলে কে কবে যাবে চলে
দিব্যি তারা ভুলে রয়।
গরীবের চাল ডাল তেল মেরে খায় যারা
তারাই জাতীর কৃতি সন্তান!
প্রকাশ্যে রাহাজানি চাঁদাবাজী করে যারা
এরাই কেবল পায় সম্মান
মৃত্যুর সম্মুখে যেই জাতী ভোগে থাকে
জয় হোক তাদেরই জয়।
হয়েছে কি বন্ধ সুদ আর ঘোষ খাওয়া
থেমেছে কি জুয়ার নেশা
রেড সিগনাল জারী তবু কেন মারামারি
কবে হবে এদের দিশা।
মৃত্যুকে ভুলে গিয়ে দুনিয়াকে আছে নিয়ে
করছেনা আল্লাকে ভয় ।
পত্রিকা খুল্লে এখনো যাচ্ছে দেখা
হয়েছে নতুন কেউ ধর্ষিতা
পশুর চেয়েও তারা আরো নিকৃষ্ট
যাদের কাছে নেই মানবতা
খোদার কাছে এই ফরিয়াদ করি আজ
সুবুদ্ধি যেন হয় উদয় ।