পারলে এমন মনের মানুষ
আগলে রেখো পাশে,
ঝগড়া করে হাত না ছেড়ে
যে ফের ভালোবাসে।
দোষকে তুমার ভুলে গিয়ে
গুন যে বাসে ভালো
তবে তুমি এমন জনের
সাথেই কেবল চলো।
বিপদকালে যায়না ফেলে
রয়না যে জন দূরে
তুমিও কভু তাহার সঙ্গ
যেওনা ভাই ছেড়ে।
মিথ্যা এবং খারাপ বলা
যে এড়িয়ে চলে
তুমার চলন থাকে যেন
সদা তাদের দলে।