বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহির হোসাইন এর বিরুদ্ধে দায়েরকৃত বিভিন্ন অভিযোগের তদন্ত করতে সরেজমিন মাদ্রাসা পরিদর্শন করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বরাবর মাওলানা আবু তাহির হোসাইনকে মাদ্রাসার অধ্যক্ষ পদ থেকে অপসারণ দাবী করে তার বিরুদ্ধে দূর্নীতি, স্বজনপ্রীতি, অব্যবস্থাপনা,মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারকে নাজেহাল ও নামে বেনামে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ দেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য এহছানুর রহমান।ওই অভিযোগের প্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অভিযোগটি সরেজমিন তদন্তপূর্বক সুনির্দিষ্ট মতামতসহ প্রতিবেদন প্রদান করতে নির্দেশ দেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিদর্শক ড. মোঃ আবুল কালাম আজাদ।
তার ঐ নির্দেশের প্রেক্ষিতে গত ১৭ ফেব্রুয়ারী সরেজমিন তদন্ত করেন উপজেলা শিক্ষা অফিসার সমীর কান্তি দেব।