রহমতউল্লাহ, বদলগাছী, নওগাঁ প্রতিনিধি:
বদলগাছী থানা পুলিশের কঠোর হুঁশিয়ারি। মাদক চোরাচালানের সাথে জড়িত কারো পক্ষে কেউ সুপারিশ করলে তাকেও অপরাধীর তালিকায় আনা হবে বলে হুঁশিয়ার করে দিয়ছেন বদলগাছী থানার পুলিশের ওসি তদন্ত।
যারা অপরাধের পক্ষে সুপারিশ করবে তারা অপরাধে সহযোগীতা করে। এবং তারা প্রকৃত অপরাধীর সমান তাই তাদেরকে ও আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করলে সমাজ থেকে অপরাধ নির্মুল করা সম্ভব হবে বলে ঐ পুলিশ কর্মকর্তার দাবী।
নওগাঁ জেলা বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের বিট পুলিশিং কমিটির উদ্যোগে ১৬ ই সেপ্টেম্বর বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি সদস্য বৃন্দ ও এলাকার সচেতন মহলের নেতাকর্মীদের নিয়ে এক জরুরী সভার আয়োজন করে থানা পুলিশ।
থানা পুলিশের এস আই গৌরাঙ্গ চন্দ্র রায় এর আহবানে এ সভা অনুষ্ঠিত হয়।
ইদানিং মিঠাপুর ইউনিয়নের চুরি ও মাদকদ্রব্যের ব্যবহার বৃদ্ধি পাওয়ায়
চুরি-ডাকাতি মাদক নির্মূলে পদক্ষেপ নেওয়ার জন্য এ আলোচনা সভা আয়োজিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিঠাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদলগাছী থানার ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস আই গৌরাঙ্গ চন্দ রায় এস আই আবু বক্কর সিদ্দিক, ইউপি সদস্য বর্গ ও এলাকার গন্যমান্য নেতৃবৃন্দ।