ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধিঃ প্রাচীনতম বিদ্যাপীঠ সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসা’র স্বনামধন্য উপাধ্যক্ষ পশ্চিম সিলেটের হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র শায়খুল হাদীস হযরত আল্লামা ছালিক আহমদ ভুরকি হুজুর’র রোগ মুক্তি কামনায় সিলেটের বিশ্বনাথ উপজেলার হাসনাইন তাহফিজুল কোরআন মাদরাসার উদ্যোগে খতমে কোরআন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
আজ বুধবার ২৩ জুন বাদ জোহর স্বানীয় উপজেলার লামাকাজী ইউনিয়নের (গোবিন্দগন্জ) সাহেবনগরস্থ মাদরাসার কনফারেন্স হলে এ খতমে কোরআন ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হাফিজ মাওলানা ইউসুফ মো. শাহান’র সার্বিক তত্বাবধানে মাদরাসার ছাত্র শিক্ষকদের নিয়ে ওই খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। পরিশেষে মহান আল্লাহ তা’য়ালা দরবারে হুজুরের পরিপূর্ণ সুস্থতার সহিত নেক হায়াত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য: মাওলানা ছালিক আহমদ ভুরকি হুজুর দু দিন যাবত অসুস্থ অবস্থায় সিলেট নগরীর রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।