সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ (সিলেট) থেকেঃ বিশ্বনাথে ড.মঞ্জুশ্রী একাডেমীর উদ্যোগে সিলেটের অন্যতম আলেমে দ্বীন বুরাইয়া কামিল মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য প্রিন্সিপাল, এলাহাবাদ আলীম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও তেলিকুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আল্লামা এ. টি. এম ওলিউর রহমানের (রহঃ) বিশেষ স্মরণে “আদর্শ শিক্ষক; শিরোনামে স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন।
আজ (১৩ মার্চ) শনিবার বিকেল ৫ ঘটিকায় সিলেট শহরের ব্লু ওয়াটার শপিং মল (লিফট ৮ ম তলায়) ইমজা মিলনায়তনে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান কবি মুহিবুর রহমান কিরণের সভাপতিত্বে লাহিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও কবি এডভোকেট কল্যাণ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সিলেট ছড়া পরিষদের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জুয়েল, আকিল পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু রায় হিমেল,সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, কবিতা কুন্জ সাহিত্য পরিষদের সভাপতি শহীদুল ইসলাম লিটন,মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মিহির মোহন,সিলেট সিটি করপোরেশনের মহিলা কাউন্সিলর কবি নাজমিন আক্তার কনা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ , দেবব্রত রায় দিয়ান,গিয়াসউদ্দিন খান,কবি শ্রাবণী দাস,জাকির হোসেন, লেখক ও সাংবাদিক সমুজ আহমদ সায়মন, মইন উদ্দিন, আবিদুর রহমান, মাহফুজুর রহমান,মিজানুর রহমান, আব্দুর রউফ মাষ্টার, এখলাছুর রহমান, ধ্রুব গৌতম, খছরুজ্জামান,আব্দুল কাদির, শফিকুল ইসলাম লিটন, শোয়েব আহমদ প্রমুখ।
মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলোয়াত করেন নুরুল হক।
স্বাগত বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক বইয়ের সম্পাদক সুমন বিপ্লব।
বক্তৃতারা বলেন, মরহুম মাওলানা এটিএম ওলিউর রহমান একজন গুনি ও আলোকিত মানুষ। যিনি সারা জীবন শিক্ষার উন্নয়নে যে কাজ করে গেছেন তা ভুলার নয়।জাতি হিসেবে এ মুল্যায়ন যথেষ্ট নয়,আরো বৃহৎ পরিষরে মুল্যায়ন করা আমাদের সকলের উচিৎ।