জহুরুল হক মিলু, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১ টায় লোহাগড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে লোহাগড়া উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আজগর আলীর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শিরিনা খাতুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বারব আলী, জয়পুর ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সুমন, লোহাগড়া ইউপি চেয়ারম্যান নাজমিন বেগমসহ জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, কিশোর কিশোরী ক্লাব স্কুল সিএমসি কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। স্কুল পর্যায়ে কিশোর কিশোরী ক্লাব ও তাদের সংগীত অনুষ্ঠানসহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।