আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অবমাননাকারী কাফেরদের শাস্তির দাবীতে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির’ আয়োজনে সাতক্ষীরায় শান্তিপূর্ণ “মানববন্ধন” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১অক্টোবর) সকালে শহরের নিউমার্কেট চত্বরে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে, সাতক্ষীরা জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুর রশিদ এর সভাপতিত্বে, মানববন্ধনে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা তাওহীদুর রহমান, হাফেজ জুলফিকার আলীসহ বিভিন্ন মসজিদের ইমামগণ।
এসময় মানববন্ধনে সরিক হন, সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ নেতা সৈয়দ আমিনুর রহমান বাবু।
মানববন্ধনে বক্তারা, বাংলাদেশসহ পৃথিবীর সমগ্র দেশ থেকে ফ্রান্সের পণ্য বয়কট ও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফ্রান্সকে উচিত শিক্ষা দেয়ার আহ্বান জানান।
মানববন্ধন শেষে মহানবী হজরত মুহম্মদ (সাঃ)কে অবমাননা করে ব্যঙ্গাচিত্র প্রদর্শনকারী ফ্রান্সের নাস্তিকদের হেদায়েত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা খাইরুল বাশার।