সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ (সিলেট) থেকেঃ “মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে;
বিশ্বনাথের একটি মসজিদে আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউ-কের উদ্দ্যোগে ১০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আজ( ৮ মার্চ) উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের এলাহাবাদ (তেলিকোনা) রহমান মঞ্জিলে ১০ হাজার টাকা নগদ তুলে দেন বিশিষ্ট সাংবাদিক জনাব আবুল কাশেমের হাতে ।
এই অনুদান প্রদানে উপস্থিত ছিলেন যথাক্রমে,তেলিকোনা গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজী বাদশা মিয়া , হাজী নৌশা মিয়া , মুরব্বী জবেদ মিয়া , মুতওয়াল্লী হাজী আবুল লেইছ, হাজী আকলিস হোসেন ,ধন মিয়া ,শাহ তুফাজজুল হোসেন ভান্ডারী , ব্যবসায়ী মুজাহীদ আলী , হাজী মনু মিয়া , আছকির মিয়া , কমর উদ্দীন আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট বাংলাদেশ সভাপতি ও এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার উপাধ্যক্ষ অধ্যাপক মাও: মুখলিছুর রহমান।
যাদের সহযোগীতায় মসজিদে নগদ অর্থ প্রদান করা হয় তাদের মধ্যে উল্লেখ যোগ্য হাজী রফিক উদ্দীন, হাজী আবুল বাসার , হাজীয়া সপ্না খাতুন, মাওঃ সিদ্দিকুর রহমান, ফাতেমা আক্তার নার্গিস, ইমাম নুরুর রহমান, মাও রুম্মান আহমেদ, মুর্শেদা খাতুন।