বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে আর রহমান এডুকেশন ট্রাস্টের উদ্দোগে মসজিদের মাটি ভরাটের জন্য ৩০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।
আজ( ১-ফেব্রুয়ারি ) উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের এলাহাবাদ রহমান মনজিলে রুহানী জামে মসজিদের মাটি ভরাটের জন্য এই অনুদান, ইংল্যান্ড প্রবাসী আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউ কে শুভাকাংখ্যী ইঞ্জিনিয়ার নুমান উদ্দীন চৌধুরী, ইঞ্জিনিয়ার বিলাল উদ্দীন,আবুধাবী প্রবাসী মুফতি শায়েখ জিহাদ-আর রাহমান ও ফাতিমা আখতার নার্গিস, ইমাম নুরুর রহমান, সিদ্দিকুর রহমান এর অর্থায়নে নগদ ত্রিশ হাজার টাকা রুহানী জামে মসজিদ এর পরিচালক এম.হরমুজ আলী আতাপুরী এর হাতে তুলে দেন আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট এর সভাপতি -এলাহাবাদ আলীম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মাও মুখলিছুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একি মাদ্রাসার বাংলা বিভাগের প্রফেসার অধ্যাপক এম আলতাফুর রহমান, আর-রাহমান এডুকেশন ট্রাষ্টের অর্থ সম্পাদক পীর আমিনুর রহমান।