রাকিব হোসেন,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন জগতবেড় ইউনিয়নের ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংঠনিক সম্পাদক স্বপন ইসলাম। সংসারের শোচনীয় অবস্থার কারণে ঢাকায় স্টিল মিলে চাকরি করতেন। কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মারা যান ২০১৯ সালে। তার বাবা মায়ের এক মাত্র সম্বল ছিল তাদের বড় ছেলে স্বপন। দুই ভাই এক বোনের মধ্যে স্বপন ছিলেন সবার বড়। তার মৃত্যুতে দরিদ্র স্বপনের বাবা যেন পথ হারিয়ে সব দিক থেকে অন্ধকার দেখেন। গত দু’ বছরে কোন রকম জীবন অতিবাহিত করলেও আর পেরে উঠতে পারছিলেন না। পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি /সম্পাদক খবর পেয়ে সদ্য সাবেক সভাপতি লালমনিরহাট জেলা ছাত্রলীগের জাবেদ হোসেন বক্কর এর দৃষ্টিগোচরে আনেন। ছাত্রলীগের একজন প্রয়াত নেতার পরিবার এমন দুঃখে থাকবে এটা মেনে নিতে পারেননাই ছাত্রলীগ নেতা জাবেদ হোসেন বক্কর। তাৎখনিক স্বপনের পরিবারের খোঁজ নেন এবং তাদের পরিবারে দায়িত্ত্ব নেন। লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্কর স্বপনের বাবাকে রিকশা কেনার জন্য আজ (২৯শে জুলাই) বিশ হাজার (২০,০০০) টাকা নগদ অর্থ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন শুভ , পৌর ছাত্রলীগের সভাপতি রাহুল মহাজন ও পৌর সাধারণ সম্পাদক নাজমুল নিরব। উপস্থিত ছিলেন জগতবেড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক সহ ১ থেকে ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি/সম্পাদক গণ ।
মোবাইল ফোনে জাবেদ হোসেন বক্কর বলেন, ছাত্রলীগ পরিবারের এমন দুরবস্থা আমি কখনোই মেনে নিতে পারি না। আমার সাধ্যমত যতদিন স্বপনের বাবা অস্বচ্ছলতা কাটিয়ে উঠতে পারবে না ততদিন পাশে থাকবো ইনশাআল্লাহ।
এ ব্যাপারে মরহুম স্বপনের বাবা বলেন, আমি অনেক খুশি, ছাত্রলীগ আমার পাশে যে ভাবে দাড়িয়েছেন তা কখনো ভুলবো না আমি।দোয়া করি বক্কর সহ ছাত্রলীগের সবাই ভালো থাকুক।