এশিয়ান ডেস্কঃ
প্রশিক্ষণ চলাকালীন ভারতের উত্তরপ্রদেশের আগ্রার কাছে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ- ২৯ যুদ্ধ বিমান। সোমবার ( ৪ নভেম্বর ) বিকালের দিকে এই ঘটনাটি সংগঠিত হয়েছে। শেষ মুহূর্তে বিমান ছেড়ে বেরিয়ে আসেন পাইলট। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। প্রাথমিকভাবে জানা যায়, বিমানটিতে বড়সড় কোনও যান্ত্রিক সমস্যার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। জানা যায়, মিগ- ২৯ বিমানটি উত্তরপ্রদেশের আগ্রার কাছে প্রশিক্ষণের জন্য উড়ছিল। তখনই ঘটে এই বিপত্তি। এই ঘটনা নিয়ে ভারতীয় বায়ুসেনা বিবৃতি দিয়ে জানায়, ” রুটিন মাফিক প্রশিক্ষণ চলাকালীন আগ্রার কাছে ভেঙে পড়ে একটি মিগ- ২৯ বিমান। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে কোনও প্রাণহানি ঘটেনি। বিমান থেকে বেরিয়ে আসেন পাইলট। বায়ুসেনার তরফে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।