জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রলি উল্টে হেলপারের মৃত্যু হয়েছে। নিহত হেলপারের নাম শাহীন (২৫)। এ ঘটনায় ড্রাইভার সহ ২ জন আহত হয়েছেন।৭ জুন সোমবার সকালে উপজেলার ব্ঙ্গসোনাহাটের লক্ষীমোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সোনাহাট স্হল বন্দর থেকে ট্রলিটি ভূরুঙ্গামারীর দিকে আসার সময় লক্ষীমোড় এলাকায় পৌঁছালে হঠাৎ ব্রেক ফেল করে ট্রলিটি উল্টে যায়। এতে হেলপারসহ ড্রাইভার রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়।
আহত ড্রাইভার মুন্না মিয়া (২০) ও যাত্রী রাকীব কে (১৮) গুরতর আহত অবস্হায় ভূরুঙ্গামারী হাসপাতাল ভর্তি করা হয়েছে।
ভুরুঙ্গামারী থানার ওসি মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন