এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধা সহ ৫টি গবাদিপশু পুড়ে ভূষ্মিভূত হয়েছে।
গতকাল দিবাগত রাত আনুমানিক পৌনে দুইটার দিকে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের আব্দুল মজিদের বাড়িতে আগুন লাগে। এতে তার দুই কক্ষ বিশিষ্ট একটি ঘর পুড়ে যায়। কক্ষ দুইটির একটিতে তার মা থাকত এবং অপরটিতে গরু রাখা হতো।
স্থানীয়রা জানান, গোয়ালঘরে থাকা কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সৃষ্টি হয়েছে। অগ্নিকান্ডে আব্দুল মজিদের মা মর্তভান বেওয়া (৮৫) অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এছাড়া গোয়ালে থাকা ৪টি গরু ও ১টি খাসি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অপর একটি গরু মারাত্মক ভাবে অগ্নিদগ্ধ হয়েছে। অগ্নিকান্ডে আব্দুল মজিদের এক প্রতিবেশীর রান্নাঘর পুড়ে গেছে। এতে মজিদের আনুমানিক ৩ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
ভূরুঙ্গামারী উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় প্রায় ২০ কিমি দুরের পার্শবর্তী নাগেশ্বরী উপজেলা থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে ব্যর্থ হলে স্থানীয় লোকজন স্ব উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এড়ানো যায় নি প্রাণহানী সহ ভয়াবহ ক্ষয়ক্ষতি।
অগ্নিকান্ডে প্রাণহানীর খবর শুনে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরন্নবী চৌধুরী খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, ওসি আতিয়ার রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে শুকনো খাবার ও কম্বল প্রদান করা হয়। এছাড়া অগ্নিদগ্ধ বৃদ্ধার দাফন-কাফনের জন্য ১০ হাজার টাকা প্রদান করা হয়।
স্থানীয় জনগন এবং সচেতন মহল জানান, ভূরুঙ্গামারী উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন থাকলে ভয়াবহ অগ্নিকান্ডটির মারাত্বক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হতো।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরন্নবী চৌধুরী খোকন দূর্ঘটনাটির জন্য দূঃখ প্রকাশ করে জানান, অত্র উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জোর চেষ্টা চলছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট বিষয়টি দ্রুত বাস্তবায়নে ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করছি।