এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দূর্ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তা (এস আই) আব্দুল মতিনের দাফন রাষ্ট্রীয় মর্যদায় সম্পন্ন হয়েছে।
১৯ জানুয়ারী মঙ্গলবার বিকেলে উপজেলার দেওয়ানেরখামার গ্রামে নিজ বাড়ীর পাশে পূর্ব দেওয়ানেরখামার মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শন করেন কুড়িগ্রাম জেলা পুলিশের একটি চৌকশ দল। উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান, ওসি তদন্ত জাহিদুল ইসলাম। পরে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। তিনি লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিএসবি) শাখার উপ পরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।
উল্লেখ্য গত সোমবার (১৮ জানুয়ারী) বিকেল ৩ টায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে খানের বাজার এলাকায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনি নিহত হন। আজ (মঙ্গলবার) দুপুর ১২ টায় লালমনিরহাট জেলা পুলিশ লাইনে জানাযা শেষে বিকেলে মরহুমের মরদেহ তার নিজ বাড়ীতে নিয়ে আসে। তিনি স্ত্রী সহ এক পুত্র ও কন্যা সন্তান রেখে গেছেন। তার এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।