জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ– কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৫০তম স্বাধীনতা ও জাতীয় দিবসে দুটি শিক্ষা অফিসে পতাকা উত্তোলন না করায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
জানাগেছে মুজিব শত বর্ষ, স্বাধীনতার ৫০ তম সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সারা দেশে অন্যান্য বছরের তুলনায় এবার করোনা কালেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসুচী পালনে সরকারীভাবে পরিপত্র জারি করলেও ভুরুঙ্গামারী প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা অফিসে স্বাধীনতা দিবস পালনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।
জাতীয় পতাকা উত্তোলন না করায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার শ্রী জ্যোতির্ময় চন্দ্র সরকারকে কয়েকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্ঠা করলেও তিনি মুঠোফোন রিসিভ না করায় সহকারী শিক্ষা অফিসার মুকুল চন্দ্র বর্মনের নিকট জানতে চাইলে তিনি জানান,আমাদের পতাকা তো উপজেলা প্রশাসন থেকেই তোলা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম জানান,উপজেলা প্রশাসন থেকে একটি পতাকা উত্তোলন করা হয়। বললে এখনই তুলে দেব। পতাকা উত্তোলন না করার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা জানান আজকের দিনে পতাকা উত্তোলন না করায় এটা হতাশা জনক এবং আমি তাদের নিকট কারণ জানতে চাইবো।