এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পিকআপ ভ্যানের ধাক্কায় বিআরডিবি এক সুপার ভাইজার নিহত ও তার ছোট ভাই গুরুতর আহত হয়েছে। গত মঙ্গলবার (১ জুন) রাতে উপজেলার সোনাহাট ইউনিয়নের দাদা মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম আতিকুর রহমান বিপ্লব। তিনি উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারীর পাঁচমাথা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের পুত্র এবং ভুরুঙ্গামারী বিআরডিবি অফিসের সুপার ভাইজার পদে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিপ্লব উপজেলার বলদিয়া ইউনিয়নে ভুরুঙ্গামারী বিআরডিবির সমবায় সমিতির কাজ সেরে তার ছোট ভাই মেহেদীসহ মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। সোনাহাটের দাদা মোড় নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয় এতে দুই ভাই গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত দশটার দিকে বিপ্লবের মৃত্যু হয়। নিহত বিপ্লবের ছোটভাই মেহেদী হাসানকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যালে ভর্তি করানো হয়েছে।
ঘাতক পিকআপটিকে পুলিশ আটক করলেও এর চালক পালিয়ে যায়।