এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ।
আটক মাদক কারবারি নারী উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের আব্দুর রহিমের স্ত্রী মোছাঃ সালমা বেগম।
মঙ্গলবার রাত সাড়ে দশটায় ভুরুঙ্গামারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি সালমা বেগমকে আটক করে।
ওসি আলমগীর হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে । বুধবার তাকে জেলহাজতে পাঠানো হবে।