মিজানুর রহমান মিজান
তুমিতো সবার মালিক
নাম রেখেছ প্রচারে খালিক
তবে কেন রেখেছ দিক-বিদিক
যতই হোক আশায় আছি আশ্রয় তলে।।
দেখাচ্ছে গায়ের জোর,সাথে আছে অহংকার ডোর,
হামবড়া ভাব প্রচুর, সকলই গভীর অতলে।।
তিন মিথ্যুক এক হলে, এক ব্যক্তি কেমনে চলে,
অহেতুক হয়রানি নির্ভেজালে,তোমার ইচ্ছায় সবই চলে।।
সাদ্দাম মারে উছিলা করে,অজুহাত পরমানু বোমারে,
অবশেষে নির্দোষ ও প্রচারে,মিথ্যাবাদীর মুখুশ খোলে।।
অসহায়ের আশা ভরসা,মন প্রাণ সঁপে বেদিশা,
অকুলের কুল আশা, আছি থাকব ধ্যান মালা গলে।।
একমাত্র তুমি সম্ভল, নৌকা যত হোক না তল
সত্য মরে না আশা বল, সকল মিথ্যা ভাসবে জলে।।