লেখকঃ মুহাম্মদ সায়েস্তা মিয়া
আমি দেখতে চাই উষ্ণ সকাল,
এ সকাল ভৌগলিক দাঁড়িতে নয় সীমাবদ্ধ-
পৃথিবীর প্রতিটি ঘরে লাল সূর্যের আলো
আর পূর্ণিমার চাঁদজোৎস্না পৌছে যাক।
পারমানবিক অস্ত্রমুক্ত শান্তি উত্তর দক্ষিন
পূর্ব পশ্চিমে সন্নিবেশিত হোক।
পূঁজিবাদ নিপাত যাক, খাবার পাক অসহায় মানুষ।
আমাকে উম্মুক্ত করে দাও বিশ্বের প্রতিটি দেশে।
আমি মোমবাতি নিয়ে আছি তোমার আঁধার ঘরে আলো দিতে।
ক্বলবের ময়লা, ঈর্ষার কবর –
দিয়ে এসো বুকে বুক মেলাই।
তোমরা কি চোখে দেখনা?
বিবেক কি মৃত তোমার?
সরল হৃদয়ে দেখো চাঁদ আর প্রকৃতি-
আমাকে সব দিয়ে বেষ্টিত করে।
আমি কেন চাঁদ রেইন্টি হতে পারি না,
আমি তো স্রেষ্ট।
পথ দেখো, যেটা ভালোবাসার পথ।