“বঙ্গবন্ধু” শব্দের মাঝে ঢুকছে কিছু কীট
বাইরের দিকটা ঝলমল তারই ভেতর নয় তার ফিট।
বঙ্গবন্ধুর অভিলাষে ঘুণ ধরেছে আজ
পকেট গভীর নেতার দরুন মুজিব কোটের লাজ!
স্বাধীন বাংলায় স্বাধীনতায় বিঘ্ন ঘটায় কারা ?
বেঁচে থাকলে শেখ মুজিবুর সুযোগ পেতো তারা ?
রডের স্থলে বাঁশের শলা কোন্ ডাকাতের দেশ
বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলার করছে কারা শেষ ?
আম জনতা দুভাগ কেনো ঐক্যে ফাটল আজ
সবকে নিয়ে দেশ চালানো বঙ্গবন্ধুর কাজ।
বঙ্গবন্ধুর স্বাধীন বাংলা ঘুমরে ঘুমরে কাঁদে
বিদ্বেষ জ্বালায় জ্বলছে কেনো রেষারেষির ফাঁদে ?
এক আকাশের নীচে সবাই থাকতো সুখে বেশ
স্বাধীন বাংলার বাঙালীদের থাকতোনা এই দ্বেষ।
আবার এসো শেখ মুজিবুর ঐক্য স্থাপন করো
সোনার বাংলার ফাটল যত ভালোবাসায় ভরো।