মামুনুর রশীদ : হযরত শাহ সূফি সায়্যিদ রফিকুল ইসলাম মাদানী আল-হুছাইনি (র.)-এর ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার উজানডিহি দরবার শরীফ সমূখস্ত খোলা মাঠে ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।
মুবারক মাহফিল কে কেন্দ্র করে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে অন্যান্য বছরের মতো তৈরি হয়েছে বিশাল প্যান্ডেল ও সুদৃশ্য মঞ্চ। মেহমানদের খাবারের জন্য প্রতিবারের মতো করা হয়েছে বিশাল আয়োজন। প্রশাসনের সহযোগিতায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি সার্বিক শৃঙ্খলার জন্য প্রস্তুত হয়েছে প্রায় পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক।
বিকাল চার টা থেকে মাহফিলের কার্যক্রম শরু হবে চলবে পরদিন ফযর পর্যন্ত।
এতে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কুরআন, খতমে খাজেগান, দালাইলুল খায়রাত শরীফের খতম, যিকর মাহফিল, বিষয়ভিত্তিক বয়ান ।
মাহফিলে তা’লীম-তরবিয়ত প্রদান করবেন সর্বজন শ্রদ্ধেয় হযরত শাহ সূফি সায়্যিদ জুনাইদ আহমদ মাদানী আল-হুছাইনি ছাহেব উজানডিহি।
দেশ-বিদেশের প্রখ্যাত পীর-মাশায়িখ, আলিম-উলামা, ইসলামী শিক্ষাবিদ, চিন্তাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ মাহফিলে উপস্থিত হবেন।
মাহফিলকে সফল ও স্বার্থক করে তুলতে ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সর্বস্তরের মুসলিম জনতার সার্বিক সহযোগিতা ও উপস্থিতি করা হয়েছে।