রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ভেরভেরিহাট আমবাড়ি সীমান্তে ভারতীয় বিএসএফ’র রাবার বুলেটে বাংলাদেশি এক যুবক গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আলামিন হোসেন কান্ত (৩০) নামে ওই যুবকের বাড়ী পাটগ্রাম পৌরসভার ৮ নং ওয়ার্ডের অটো রাইস মিল সংলগ্ন বাইপাস রোডের পাশে।
তার বাবার নাম আব্দুল ছাত্তার ও মায়ের নাম আম্বিয়া ছাত্তার। শুক্রবার রাত আনুমানিক ৮ টায় বিএসএফ’র ছোড়া রাবার বুলেটে বাম হাতের উপরে এবং পায়ে গুরুতর জখম হয়েছেন আলামিন হোসেন কান্ত এমন তথ্য জানান প্রত্যক্ষদর্শীরা।উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে রংপুরে পাঠানো হয়েছে।
ভারতের রানীনগর ১৪০ ব্যাটালিয়ন চুয়াঙ্গার খাতা – বুড়াবুড়ি বিএসএফ এবং বাংলাদেশ বর্ডার গার্ড ( বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়ন শমসেরনগর বিজিবি’ আওতাধীন আমবাড়ী সীমান্তের মেইন পিলার নম্বর ৮৬০ এর সাব-পিলার ৪ নম্বর সীমান্তে ভারতীয় গরু পার করতে গেলে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে রংপুর ৬১ বিজিবি’র দায়িত্বশীল কোন কর্মকর্তার বক্তব্য মিলেনি।