লালমনিরহাট প্রতিনিধিঃ
২৭ মে,২০২৪ (সোমবার) দহগ্রাম সরকারপাড়া সীমান্ত ও ভারতের মেখলিগঞ্জ থানার পাঁচ মাইল সীমান্তে, সীমান্ত পিলার ৪১/এস এর ভারতীয় ১৫০ গজ অভ্যন্তরে ভারতীয় পাচঁমাইল “তরুণ বিএসএফ” ক্যাম্পের টহল রত একদল বিএসএফ, বাংলাদেশী ১০/১১ জন অবৈধ গরু পাচারকারীকে ধাওয়া করলে, সবাই পালিয়ে আসলেও দহগ্রাম সরকারপাড়ার তফিজুল হক (তফির) পুত্র, শরীফ(২৮) ভারতীয় বিএসএফ এর হাতে ধরা পরে।
তরুণ ক্যাম্পের ডিআইবি মনজ তেওয়ারি, শরীফ (২৮) ভারতীয় বিএসএফ এর হাতে আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
দহগ্রাম সর্দারপাড়া এলাকার জুয়েল আহমেদ বলেন, রাত ২ টা ৩০ মিনিটে শরীফ ও বেশ কয়েকজন যুবক ভারতে গরু আনতে গেলে তরুণ ক্যাম্পের বিএসএফ এর টহলরত সদস্য বাংলাদেশীদের ধাওয়া করলে সবাই পালিয়ে আসলেও শরীফ ভারতের বিএসএফ এর হাতে আটক হয়।