মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : বড়লেখা পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচন আচরণবিধি প্রতিপালনের বিষয়ে আইন-শৃঙ্খলা সমন্বয় সেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বড়লেখা পৌরসভার আসন্ন সাধারণ নির্বাচন ২০২০ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচন আচরণবিধি প্রতিপালনের বিষয়ে আইন-শৃঙ্খলা সমন্বয় সেলের এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ, পিপিএম (বার) প্রমুখ।