মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে ভ্রাম্যমান আদালতের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বড়লেখা পৌর শহরে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আল ইমরানের পরিচালনায় এবং উপজেলা পুলিশের এস আই প্রভাকর রায়ের নেতৃত্বাধীন বড়লেখা থানা পুলিশের শহযোগীতায়, বড়লেখা পৌর শহরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বাজার পর্যবেক্ষণকালে মূল্য তালিকা না টানানো, মূল্য তালিকা অস্পষ্ট থাকা, তালিকা প্রকাশ্য স্থানে না রাখা ও অধিক মূল্যে দ্রব্য বিক্রি করা ইত্যাদি কারণে মোবাইল কোর্ট পৃথক পৃথক আট টি মামলায় ২৩,০০০ টাকা জরিমানা ও আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আল ইমরান বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply