মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বড়লেখা পৌর শহরের জলি ম্যানশনের শাহ জালাল ট্রেনিং ইন্সটিটিউটে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বড়লেখা উপজেলার উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা তালামীযের সভাপতি মো. নুরুল ইসলাম বাবলু এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুবেল আহমদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, চান্দগ্রাম এইউ সিনিয়র ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী, বড়লেখা উপজেলা আল ইসলাহ্’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক শাহেদ আহমদ জুয়েল, উপজেলা তালামীযের সাবেক সভাপতি আব্দুল হামিদ, বর্তমান দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি রুহুল আমিন রুহেল, সহ সাধারণ সম্পাদক আব্দুল হাকিম জীবন, সহ সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, অর্থ সম্পাদক মুস্তাক আহমদ, সদস্য আকমল আলী, মিজান আহমদ প্রমুখ।