মিজানুর রহমান মিজান
বন্ধে বলে না সত্য কথা
মনে লাগে বড়ই ব্যথা।।
ঘুষ পাইলে, সত্য হলে
রুপ বদলে, পাল্টে যথাতথা।।
যেজনা চায়, সত্য মিথ্যায়
ব্যবহার করায়, ঘটে সত্যের গুপ্ততা।।
সুজন রসিক সে যে, ডুবে মিথ্যার মাঝে
ছলনা লাগায় কাজে, বুলিতে রয়েছে মিষ্টতা।।
অসহায়ের মুখের গ্রাস, কেড়ে ঘটায় সর্বনাশ
দিলে সাবাস সাবাস, ভাবে না কোন তা।।
মিথ্যুকে চিনে মিথ্যুক, সদা পেঠেতে ভুক
চুষে হয়ে জুক, হারাম হালালে মিশ্রতা।।
ভাল লাগে না, সত্য বলে না
বুঝিতে পারে না, বিসর্জন দিয়াছে মমতা।।