এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
০১ জানুয়ারি রবিবার সারাদেশের ন্যায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুড়িগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলবাড়ী জছি মিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকারের সভাপতিত্বে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ লতিফ, সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, উপজেলা কৃষি কর্মকর্তা, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি ফজলুল রহমান, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মজিবর রহমান প্রমুখ। বই বিতরণ শেষে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অপরদিকে ফুলবাড়ী সদর ইউনিয়নের উত্তর কুঠিচন্দ্রখানা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক সিনিয়র সাংবাদিক সিরাজুর ইসলাম হিরু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ।