ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়ন পরিষদে ব্যাংক এশিয়া আউটলেট শাখা হতে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, ডিজিটাল পদ্ধতিতে প্রদান করা হচ্ছে।
আজ বুধবার ১৩ জানুয়ারী সকাল ১০ ঘটিকার সময় অত্র ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সকল ভাতা ভোগীদের তাদের ভাতা প্রদান করা হয়।
প্রসঙ্গত: বিগত শনিবার ৯ জানুয়ারী ৭নং ওয়ার্ডের মাধ্যমে শুরু হয় ইউনিয়নের ব্যাংক এশিয়া আউটলেট শাখা হতে ডিজিটাল পদ্ধতিতে ভাতা প্রদান শুরু হয় এবং রবিবার ১০ জানুয়ারী ২নং ওয়ার্ড, ১১ জানুয়ারী সোমবার ৮নং ওয়ার্ড , ১২ জানুয়ারী মঙ্গলবার ৯নং ওয়ার্ডের ভাতা প্রদান করা হয়।
ধারাবাহিক ভাবে ৩ নং ওয়ার্ড ৪.৫ ও ৬ নং ওয়ার্ডের ভাতা প্রদান করা হবে বলে জানিয়েছেন অত্র ব্যাংক এর পরিচালক সাজ্জাদ আহমদ।
ভাতা প্রদান করেন অত্র আউটলেট ব্যাংকের সিনিয়র এসিসটেন্ট রিলেশনশিপ অফিসার মো: জাকির হোসেন, ব্যাংক অফিসার ইমরান হোসেন, কাস্টমার সার্ভিস অফিসার বখতিয়ার আহমদ।
পূর্বের তুলনায় এখনকার ডিজিটাল পদ্ধতি সম্পর্কে জানতে চাওয়া হলে মাহতাবপুর গ্রামের বয়স্কভাতা প্রাপ্তকারী মো: আরজক আলী বলেন ‘ আগের চেয়ে এখনকার অবস্হা ভালো এবং খরচ ও কম উপজেলা সদরে যেতে হয় না। হাতের আঙ্গুলের চাপ দিয়ে ই খুব সহজে টাকা তুলা যায়।