সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাইয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা না থাকায় এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে সয়াবিন তেলের দাম বেশি নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, সয়াবিন তেলের সরকার র্নিধারিত মূল্য বোতলজাত প্রতি লিটারে ১৬০ টাকা এবং খোলা সয়াবিন তেল লিটারে ১৩৬ টাকা দরে বিক্রি করতে হবে কিন্তু অসাধু ব্যবসায়ীরা অধিক দামে বিক্রি করে এমন অভিযোগে কালাই বাসস্ট্যান্ড বাজার, পুরাতন হাট ও পাচঁশিরা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টুকটুক তালুকদার।