জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার মোল্যা (৮৫) গত মঙ্গলবার বিকেলে বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ৫ মেয়ে রেখে গেছেন।
আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় মাকড়াইল ঈদগাহ মাঠে পুলিশের একটি দল গার্ড অব অনার দেওয়ার মাধ্যমে তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানায়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, জয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আখতার হোসেন উপস্থিত ছিলেন। পরে জানাজা শেষে মাকড়াইল কবরস্থানে দাফন করা হয়।