রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি(পাটগ্রাম -হাতিবান্ধা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন-এমপি কে নিয়ে নিজের ফেসবুক আইডিতে বিভ্রান্তিকর পোস্ট করায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্করকে পাটগ্রাম ও হাতিবান্ধা উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
পাটগ্রাম উপজেলা, পৌরসভা ও হাতিবান্ধা উপজেলার জনগণ সম্বলিত ব্যানারে জাবেদ হোসেন বক্করের নাম ও ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে শতশত মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাটগ্রাম ও হাতিবান্ধা উপজেলা শহরে।
মঙ্গলবার (৯ই, নভেম্বর) বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগ পাটগ্রাম উপজেলা শাখার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এর উপস্থিতিতে পাটগ্রাম উপজেলা মোড় থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাটগ্রাম চৌরাঙ্গী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য নুরে আলম আজাদ জুয়েল , পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নিলু, পাটগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু,পাটগ্রাম উপজেলা যুব মহিলা লীগের যুগ্ন আহ্বায়ক তানিয়া মীর্জা সহ পাটগ্রাম উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, জেলা ছাত্রলীগের পদ হারিয়ে জাবেদ হোসেন বক্কর উম্মাদ- পাগল হয়ে গেছে।
একজন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপির বিরুদ্ধে বারবার ফেসবুকে কটুক্তি করাই তার প্রমান।
আমরা চাই একজন বীর মুক্তিযোদ্ধার নামে মিথ্যা অভিযোগ ও সম্মানহানির জন্য রাষ্ট্রীয় আইনে যেটা বিচার হওয়া দরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
সন্ধ্যায় হাতিবান্ধা শহরে দলীয় কর্মীরা বিক্ষোভ মিছিল শেষে জাবেদ হোসেন বক্কর এর কুশপুত্তলিকা দাহ্য করে।
পাটগ্রাম হাতিবান্ধা সহ লালমনিরহাট জেলায় বক্করের কে অবাঞ্ছিত করার ঘোষণা আসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা থেকে।