এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- কুড়িগ্রামের বীর প্রতীক তারামন বিবির বাড়িতে কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা পরিদর্শন করেছেন।
গতকাল কুড়িগ্রামের রাজিবপুর থানা পরিদর্শন শেষে মহান মুক্তিযুদ্ধে খেতাব প্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি, বীর প্রতীকের বাড়ি দেখতে যান এবং স্থানীয় লোকমুখে তাঁর বীরত্বগাথা শোনেন ও কবরের পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন।
পরে তিনি রৌমারী ও রাজিবপুর থানা পরিদর্শন করেন।
পরিদর্শন কালে তিনি দুই থানা এলাকায় আইন-শৃঙ্খলা ও অপরাধের ধরণ বিস্তারিত জানেন এবং অফিসার ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনা দেন।
এ সময় তিনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা বলেন এবং মাদক সংশ্লিষ্ট কাউকে বিন্দু পরিমান ছাড় না দেয়ার কড়া নির্দেশ দেন। অপরাধী ও সেবা প্রার্থীর জন্য পুলিশের আচরণ ভিন্ন হবার নির্দেশ দেন তিনি।
রৌমারী ও রাজিবপুর থানাকে জনবান্ধব ও অসহায় মানুষের ভরসার প্রথম আশ্রয়স্থল হবার নির্দেশ দেন পুলিশ সুপার কুড়িগ্রাম।